বগুড়ার ধুনটে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করার পর ৫ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্ররণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের মৃত মোজাফর সরকারের ছেলে তরিকুল ইসলামের পরিবারের সাথে ২০ বিঘা জমি নিয়ে একই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে শাহীন সরকারের পরিবারের দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। বুধবার বিকাল ৫টায় শহীন সরকার তার লোকজন নিয়ে ওই জমিতে হাল চাষ করতে যায়। এসময় তরিকুল ইসলাম তার পক্ষের লোকজন নিয়ে বাধা দিতে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। সংবাদ পেয়ে ধুনট থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় হামলার শিকার হন থানার এসআই খোকন কুন্ডু, মাইনুদ্দিন, জাহাঙ্গীর আলম, এএসআই মোসলেম উদ্দিন ও আব্দুস সালাম। অহত পুলিশ অফিসাররা ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এঘটনায় বৃহস্পতিবার এসআই খোকন কুন্ডু বাদী হয়ে ওই গ্রামের ১০ জন সহ অজ্ঞাত আরো ৮/১০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। ঘটনার সাথে জড়িত ওবায়দুল হক, আমিনুর সরকার, আসাদুল সরকার, আলমগীর সরকার ও নান্নু সরকারকে পুলিশ গ্রেফতার করেছে।
বগুড়ার ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং ঘটনার সাথে জড়িত ৫জনকে গ্রেফতার করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন