বঙ্গোপসাগরের মোহনা বিষখালী ও বলেশ্বর নদী থেকে ২৫টি অবৈধ জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। আজ বিকেলে অভিযান চালিয়ে জব্দ করা হয়। পরে আটককৃত ৪ জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমাযুুন কবীর জানান, পাথরঘাটা উপজেলা মৎস্য প্রশাসন ও পাথরঘাটা থানা পুলিশের যৌথ অভিযানে ২৫ টি অবৈধ বেহুন্দি জাল জব্দ ও চার ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধমে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দকৃত জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার