নীলফামারীতে আগামী ৯মার্চ থেকে ‘উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে, ওই যে তিরি ওই যে বাহির পথে’, রবীন্দ্র সঙ্গীতের মুর্চ্ছনায় ৩৭তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন অনুষ্ঠিত হবে। আজ দুপুরে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ নীলফামারী জেলা শাখা কার্যালয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভায় বিষয়টি নিশ্চিত করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম।
জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বুলবুল ইসলাম বলেন, আগামী ৯ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত জাতীয় রবীন্দ্র সম্মেলন ৩৭তম অধিভেশন নীলফামারীর ঐতিহ্যবাহি বড়মাঠে অনুষ্ঠিত হবে।
আগামী ৯ মার্চ বিকেল সারে চারটার দিকে সম্মেলনের উদ্বোধন করবেন, ড. মোহাম্মদ জাফর ইকবাল এবং ১১ মার্চ রাতে অনুষ্ঠিতব্য সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, এমপি।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সারা দেশের ৮৪টি শাখার আট শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে যোগ দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুরের,‘ উড়িয়ে ধ্বজা অগ্রভেদী রথে, ওই যে তিরি ওই যে বাহির পথে’ সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন ঘটবে।
তিন দিন ব্যাপী ওই সম্মেলনে রবীন্দ্রসঙ্গীত ছাড়াও, গুণিজন সম্মাননা, সেমিনার, নজরুল সঙ্গীত, নৃত্য, নাটক ও সৃজনশীল বাংলা গান পরিবেশিত হবে। প্রতিদিন এ অ লের ভাওয়াইয়া গানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।
রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের জেলা সভাপতি আহসান রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, রবীন্দ্র সঙ্গীত পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল হক বাবুল, কোষাধক্ষ্য নাসেহুন আমিন, সদস্য লাইসা আহমদ লিসা, সোহরাব উদ্দিন, রাকিবুল হাসান রবিন, শামীমা রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার