ফেনীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শাকিল (২০) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাতে শাকিল তাদের গ্রীন টাওয়ারের ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ করে রাস্তায় যাওয়ার পর দুর্বৃত্তরা তাকে উপুর্যপুরি ছুরিকাঘাত করলে তিনি গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি ঘটলে চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। শাকিল ফেনী শহরের পুরনো রেজিস্ট্রি অফিস এলাকায় পরিবার পরিজন নিয়ে থাকতেন। সে কুমিল্লার চৌদ্দগ্রামের গুনবর্তি এলাকার হুমায়ুন কবিরের একমাত্র ছেলে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন