যশোর-ঝিনাইদহ সড়কের সদর উপজেলার চুড়ামনকাঠি এলাকায় একটি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে চালক কালু (৪২) নিহত হন। নিহত কালু চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা।
বৃহস্পতিবার রাত ৮টার এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা দুর্ঘটনা স্থল থেকে কালুর মরদেহ উদ্ধার করেন।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম বলেন, খুলনার দৌলতপুর থেকে তেল নিয়ে চুয়াডাঙ্গাগামী ট্যাংকলরিটি সদর উপজেলার চুড়ামনকাঠি কলোনিপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাংকলরিটি উল্টে যায়।
তিনি আরও বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়ির নিচে চাপা পড়া চালাকের মরদেহ গাড়ির বডি কেটে উদ্ধার করেন। র্ঘটনা কবলিত ট্যাংকলরিটি খুলনার দৌলতপুর থেকে নয় হাজার লিটার তেল নিয়ে চুয়াডাঙ্গা যাচ্ছিলো।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর