লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা সরকারি হাসপাতালকে ঘিরে গড়ে উঠেছে অবৈধ দোকান ও স্থাপনা। হাসপাতালে ঢোকার মুখে সড়কে প্রায় ২০টি দোকান তুলে ভাড়া দিয়েছে স্থানীয় প্রভাবশালীরা। ফলে হাসপাতালে ঢুকতে বিড়ম্বনায় পড়তে হয় রোগী ও স্বজনদের।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের সড়ক ও জনপথের সড়ক এবং নালার উপর কিছু সেমিপাকা, কিছু কাঁচা দোকান তোলা হয়েছে। হাসপাতালের সীমানা দেয়াল ঘেঁষে সড়কের দিকে দুই সারি পর্যন্ত দোকান নির্মাণ করা হয়েছে। সড়কের দুই পাশে সব মিলিয়ে ২০টি দোকান রয়েছে। যার কারণে সড়কটি সরু হয়ে গেছে। হাসপাতালে ঢোকার মুখটিও সংকুচিত হয়ে পড়েছে। এলাকার প্রভাবশালী লোকজন এই বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন বলে জানা গেছে।
রায়পুর পৌর মেয়র ইসমাইল খোকন বলেন, সড়ক ও জনপথের রাস্তা দখল করে এসব দোকান উঠেছে। দিন দিন দোকানের সংখ্যা বাড়ছে। লিখিতভাবে বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হবে। এদের উচ্ছেদ করা অত্যন্ত জরুরি।
রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায় বলেন, কোন প্রকার অনুমতি ছাড়াই অবৈধভাবে সড়ক ও জনপথের জায়গা দখল করে এসব দোকানপাট তোলা হয়েছে। খুব দ্রুত উচ্ছেদ অভিযান পরিচালনা করে এসব জায়গা দখলমুক্ত করা হবে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ফারজানা