ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। যানবাহন চলছে ধীর গতিতে। শুক্রবার ভোর থেকে মহাসড়কের টাঙ্গাইলের অংশে বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে করটিয়া পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে। এ কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রী ও চালকরা।
এ ব্যাপারে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, মহাসড়কে যানজট নিরসনে পুলিশ নিরলসভাবে কাজ করছে। আশা করছি, দ্রুতই যানবাহন চলাচল স্বাভাবিক হবে।
মহাসড়কের কয়েকটি এলাকায় ট্রাক ফেঁসে যাওয়া এবং চারলেনের কাজ চলমান থাকায় এ যানজটের সৃষ্টি হয়েছে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ