টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটি গঠনের প্রতিবাদে অর্ধদিবস হরতাল পালন করেছে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা। শুক্রবার ভোর ৬ টা থেকে ১২টা পর্যন্ত এ হরতাল পালন করা হয়। এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা শহরে দফায় দফায় বিক্ষোভ মিছিল, সমাবেশ, রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করে। এতে সখীপুর থেকে ঢাকা-টাঙ্গাইলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে, শহরে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়। হরতাল শেষে সখীপুর প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে কমিটি বাতিলের জন্য দুই দিনের সময় বেধে দেন আন্দোলনকারীরা। এ ঘটনায় শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মীর্জা শরিফুল ইসলাম শরিফ বলেন, ঘোষিত কমিটির আহবায়ক সজিব আহমেদ একজন অছাত্র এবং বয়স উত্তির্ণ। যুগ্ম আহবায়ক খান রফিকসহ একাধিক সদস্য অছাত্র এবং মাদকসেবী রয়েছে বলে তিনি দাবি করেন। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি আরিফ সরকার, সরকারী মুজিব কলেজের ভিপি আঃ রউফ, পৌর ছাত্রলীগের সাবেক আহবায়ক শরিফুল ইসলাম বাবুল, সাবেক যুগ্ম আহবায়ক সিকদার সোহেল, মশিউর রহমান শুভ, ঘোষিত কমিটির যুগ্ম আহবায়ক রাসেল আল মামুন, ফরিদুজ্জামান ফরিদ, সদস্য আমিনুল ইসলাম রতন, শাহিন আহমেদ, শরীফ, সিমান্ত, প্রমুখ।
উল্লেখ্য বৃহস্পতিবার সন্ধ্যায় সখীপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সজিব আহমেদকে আহবায়ক ও ৬ জনকে যুগ্ম আহবায়ক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি আনুমোদন করেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধ্যায় এ কমিটি গঠনের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পৌর শহরে উত্তেজনা দেখা দেয়। রাতেই কমিটি বাতিলের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও স্থানীয় তালতলা চত্বরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা। এ সময় টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলামের কুশপুত্তলিকা দাহ ও তাঁকে সখীপুরে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল