ঠাকুরগাঁও সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নে ও দেশের বিভিন্ন স্থানে প্রতিমা ভাংচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে শহরের চৌরাস্তায় ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয় ও পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়।
জাতীয় হিন্দু মহাজোটের সদর উপজেলা সভাপতি অরুন রায়ের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি গৌরহরি বর্মন, সাধারন সম্পাদক অশ্বিনী কুমার বর্মন, যুব মহাজোট সভাপতি জয় মহন্ত অলক, সাধারণ সম্পাদক অনির্বান চৌধুরী, পৌর কাউন্সিলর দ্রৌপদী দেবী আগারওয়াল, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবাহক শ্যামল কুমার ঘোষ প্রমূখ।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন