সাতক্ষীরার কলারোয়ায় স্বামীর সাথে ঝগড়া করে সেলিনা খাতুন (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টা দিকে তার মৃত্যু হয়।
নিহত গৃহবধূ উপজেলার চেড়াঘাট গ্রামের শাহিন হোসেনের স্ত্রী ও খোরদো গ্রামের আবু সামাদ নেদুুর কন্যা।
নিহতের শাশুড়ী নাছরিন খাতুন জানান, দুই বছর পূর্বে তাদের বিয়ে হয়েছিল। সুখে শান্তিতে সংসার করছিল। হঠাৎ বৃহস্পতিবার রাতে দুজনের মধ্যে কথা কাটাটির এক পর্যায়ে চাষে ব্যবহৃত বিষ সেবন করে সেলিনা। তাৎক্ষনিক কলারোয়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে তারা প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার পথে আজ সকাল সাড়ে ১১টা দিকে মৃত্যু হয়। এ ঘটনায় কলারোয়া থানায় একটি অপমৃত্যু মামলা (নং-৫) দায়ের হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল