সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামি তিন জামায়াত কর্মীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এরা হলেন উপজেলার তরুলিয়া গ্রামের মৃত মনির উদ্দিন বিশ্বাসের ছেলে আনিছুর রহমান(৪৫), পিছলাপুর গ্রামের নুর আলীর ছেলে মতিয়ার রহমান(৩৮) ও কুশোডাঙ্গা গ্রামের ইবাদুল্লাহ শেখের ছেলে এস এম ইলিয়াস হোসেন (৫০)।
কলারোয় অফিসার ইনচার্জ ওসি (তদন্ত)জানান, আজ শুক্রবার আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল