ফরিদপুরের ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের জান্দি গ্রামে শুক্রবার সকালে জামাল মাতুব্বর গ্রুপ ও ইউনিয়ন আ’লীগ সাধারণ সম্পাদক আসলাম খাঁ গ্রুপের মাঝে সংঘর্ষে উভয় গ্রুপের কমপক্ষে ১০জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে গুরুতর ৫জনকে ভাঙ্গা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ২৫ রাউন্ড সর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, পোদ্দার বাজার এলাকার রাস্তায় মাটির ট্রাক ও টেম্পুর সাইড দেয়া নিয়ে আসলাম খাঁ গ্রুপের টেম্পু চালক রাজুর সাথে অপর পক্ষের জামাল মাতুব্বর গ্রুপের অদুদের বৃহস্পতিবার বিকালে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে শুক্রবার সকালে এক শালিশ বৈঠকে বসা নিয়ে আসলাম গ্রুপের লোকেরা অপর পক্ষের উপর হামলা চালায়। এ নিয়ে ফের উভয় গ্রুপ সংঘবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, ঢাল, শড়কি, টেটা, কাতরা ও ইট পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় গ্রুপের ১০জন আহত হয়। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ সর্টগানের ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আনে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাইদুর রহমান বলেন, বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন