ফরিদপুরের নগরকান্দায় সড়ক দুর্ঘটনায় এম এন একাডেমির সপ্তম শ্রেণির ছাত্র কাজী হুসাইন নিহত হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জঙ্গুরদী বাসস্ট্যাণ্ডে কাছে এ ঘটনা ঘটে। এতে আহত হয়েছে আরো তিনজন। আহতদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নিহত কাজী হুসাইন নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিন কাইচাইল গ্রামের কাজী নিজামউদ্দিনের পুত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় এলাকাবাসী সূত্রে জানাগেছে, শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে জঙ্গুরদী বাস স্ট্যান্ডের সন্নিকটে একটি অটোবাইক উল্টে রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অটোবাইকের চার যাত্রী আহত হয়। আহতদের স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে মারা যায় কাজী হুসাইন।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল