আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আওয়ামী লীগের প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ। ঘরে ঘরে কলহ। দলের মধ্যে আরেক দল। এসব কলহ, কোন্দল আর সহ্য করা হবে না।’আজ শুক্রবার মানিকগঞ্জে জেলা আওয়ামী লীগ আয়োজিত সংদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির অনুষ্ঠানে কাদের এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, ‘ঘরের মধ্যে ঘর বানাবেন না। দলের নেতাদের সম্পর্কে অপপ্রচার বন্ধ করে দলের উন্নয়নের কথা জনগণকে বলুন।’
মন্ত্রী বলেন, দল ভারির জন্য, পকেট ভারি করার জন্য দলে কোনো খারাপ চরিত্রের লোককে টানবেন না। এ ছাড়া দলের সদস্য সংগ্রহের নামে চিহ্নিত চাঁদাবাজ, সন্ত্রাসী, ভূমিদস্যু, মাদকাসক্তদের দলে না নেওয়ার জন্য নির্দেশ দেন তিনি। এ ছাড়া কড়া ভাষায় নেতাদের তিনি জানিয়ে দেন, চিহ্নিত সাম্প্রদায়িক অপশক্তি, স্বাধীনতাবিরোধী কোনো ব্যক্তিকে দলে ঢোকানোর চেষ্টা থেকে বিরত থাকতে হবে।
অনুষ্ঠানে মানিকগঞ্জের তিনজন এমপি তাঁদের সদস্যপদ নবায়ন করেন। এ ছাড়া কয়েকজন সদস্যপদ গ্রহণ করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি, মমতাজ বেগম এমপি ও নাঈমুর রহমান দুর্জয় এমপি।
বিডি প্রতিদিন/২৬ জানুয়ারি ২০১৮/হিমেল