হত্যাকাণ্ডের এক মাস পর খুলনার স্কুলছাত্র খলিলুর রহমান সিয়াম হত্যা মামলার প্রধান আসামি রনি ওরফে বড় রনিকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতার হওয়া রনি নগরীর টুটপাড়া এলাকার বাসিন্দা হাবিবুর রহমানের ছেলে।
২০১৭ সালের ২৬ ডিসেম্বর ক্রিকেট খেলা নিয়ে বিবাদের জের ধরে খুন হয় নগরীর রূপসা হাইস্কুলের ১০ম শ্রেণির ছাত্র সিয়াম। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পিতা আয়নাল হক বাদী হয়ে খুলনা থানায় হত্যা মামলা দায়ের করেন।
খুলনা সদর থানার ওসি মিজানুর রহমান জানান, আসামি রনিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার বৃহস্পতিবার রাতে খুলনায় আনা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন