খালেদা জিয়ার সাজার প্রতিবাদে নীলফামারীতে বিএনপির মিছিল থেকে ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বিকেল তিনটার দিকে দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে শহরের মরাল সংঘ মোড় থেকে একটি ঝটিকা মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি কালীবাড়ি মোড় গেলে পুলিশ ধাওয়া করে নেতাকর্মীরা আশপাশের বিভিন্ন বাড়িতে ঢুকে পড়ে।
এসময় বিভিন্ন স্থানে তল্লাশী করে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রাহেদুল ইসলাম দোলন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ আলী, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আসাদুজ্জামান রিপনও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মারুফ পারভেজ প্রিন্সকে আটক করে পুলিশ।
আজ সকাল থেকে বিএনপি কার্যালয় পৌর মার্কেট এলাকাসহ গোটা শহরের নিয়ন্ত্রণে নেয় পুলিশ। শহরের ৮টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয় পুলিশ চেক পোষ্ট। শহরে টহলে ছিল পুলিশের স্টাইকিং-ফোর্স, মোবাইলে টীম, নির্বাহী ম্যাজিষ্ট্রেট, র্যাব ও বিজিবি।
বিডি প্রতিদিন/এ মজুমদার