খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নেত্রকোনায় গাড়ি ভাঙচুর ও মোটর সাইকেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ দুপুরে সাড়ে তিনটার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের পারলা বাসষ্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটিয়েছে রায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এসময় একটি সাদা প্রাইভেটকারে ভাংচুর ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ চালায় তারা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ চার রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এরপর থেকে পারলা এলাকায় বিজিবি ও অতিরিক্ত পুলিশ টহল জোড়দার করা হয়। এদিকে পুলিশের পাশাপাশি শহর জুড়ে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতন্দ্রপ্রহরীর বেশে মহড়া চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার