সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়কে ঘিরে ময়মনসিংহ শহরের গুরুত্বপুর্ণ এলাকায় ও মোড়ে মোড়ে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়েছে। নাশকতা এড়াতে চেক পোস্ট বসিয়ে যানবাহন ও সন্দেহভাজন পথচারিদের তল্লাশি করা হচ্ছে। র্যাব-পুলিশের পাশাপাশি ৪ প্লাটুন বিজিবি মোতায়েন করে টহল অব্যাহত রয়েছে। ময়মনসিংহ থেকে ঢাকাগামী যানবাহনও চলছে খুব কম।
সকাল থেকে বিএনপি কার্যালয় রয়েছে তালাবদ্ধ। শহরের কোথাও বিএনপি নেতাকর্মীদের পিকেটিং বা জটলা দেখা যায়নি। তবে রায়ের আগে ও পরে শহরবাসীর মধ্যে সর্বত্রই ছিল আতংক আর উৎকন্ঠা।
পুলিশের বিশেষ অভিযানে গত রাত থেকে সকাল পর্যন্ত ময়মনসিংহ জেলায় ৪৮ জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুপার এসএ নেওয়াজী জানান, কেউ যাতে বিশৃখলা বা অরাজক পরিবেশের সৃষ্টি করতে না পারে, সেজন্য শহরের গুরুত্বপূর্ণ এলাকায় ও মোড়ে মোড়ে চেক পোস্ট বসিয়ে পুলিশী নিরাপত্তা জোরদার করা হয়। মোতায়েন রয়েছে ৪ প্লাটুন বিজিবি।
আ’লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শোডাউন ও আনন্দ মিছিল
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্ণীতি মামলার রায়কে ঘিরে বিএনপি-জামাতের নাশকতা এড়াতে দিনভর মাঠে থাকে আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। রায়ের পর আনন্দ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। সকাল থেকে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলের নেতৃত্বে শহরের জিরো পয়েন্টে, মহানগর আওয়ামী লীগ সভাপতি এহতেশামুল আলম, সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত ও সংরক্ষিত মহিলা এমপি ফাতেমা জোহরা রানীর নেতৃত্বে শহরের চরপাড়া মোড় ও গাঙ্গিনারপাড় ট্রাফিক মোড় শাপলা চত্ত্বরে অবস্থান নিয়ে নাশকতা বিরোধী সমাবেশ ও অবস্থান কর্মসূচী পালন করে।
অপরদিকে জেলা যুবলীগ আহ্বায়ক এডভোকেট আজহারুল ইসলামের নেতৃত্বে লগি-বৈঠার মিছিল নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা যুবলীগ এবং মোটরসাইকেলের বিশাল বহর নিয়ে সকাল থেকে শহরের বিভিন্ন সড়ক মহড়া দেয় জেলা ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগ।
যুবদলের মিছিলে পুলিশের বাঁধা, ফাঁকা গুলি
মামলার রায়ের পর শহরের বাগানবাড়ি এলাকা থেকে লিটন আকন্দের নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করলে নতুন বাজার ট্রাফিক মোড়ে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি করে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এসময় দুই কর্মীকে আটক করে পুলিশ। এদিকে রায়ের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে একঝলক দাঁড়িয়ে প্রতিবাদ সমাবেশ বের করে আইনজীবিরা। এছাড়া রায়ের প্রতিবাদে বিএনপি ও তার অঙ্গসংগঠন হালুয়াঘাট বাজারের কাঁচারি রোড়ে এবং ধারা বাজারে একঝলক প্রতিবাদ বিক্ষোভ মিছিল বের করে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন