বিএনপির চেয়ারপার্সান খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে পিরোজপুরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ লাঠি চার্জ করে। এতে ৮ নেতাকর্মী আহত হয়েছে বলে জানান জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন।
জানা যায়, আজ রায় ঘোষণার পরপরই শহরের শিক্ষা অফিসে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে মিছিল বের করার প্রস্তুতি নেয়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে তাদের লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। এদিকে গত রাতে জেলার বিভিন্ন স্থান থেকে ১৪ জনকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/এ মজুমদার