মানিকগঞ্জের ঘিওরে পাটুরিয়ামুখী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৫ জন।
বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার জোঁকা এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ধল্লা বেপারীপাড়া গ্রামের ইউনুছ মুন্সীর ছেলে শিপন মুন্সী (৩৮) ও শিবালয় উপজেলার তেওতা নিহালপুর গ্রামের মৃত মোসলেম শেখের ছেলে সোবান শেখ (৫২)।
আহতদের উদ্ধার করে মুন্নু মেডিকেল কলেজ হাসপাতাল ও মানিকগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ামিন উদ দৌলা বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ঘিওর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/০৮ ফেব্রুয়ারি ২০১৮/আরাফাত