পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির ২৮ নেতাকর্মীকে আসামি করে মামলা দায়ের করেছে পুুলিশ। জনমনে ভীতি সঞ্চারসহ নাশকতার প্রস্তুতির অভিযোগে উপজেলা বিএনপি ও অংগ-সংগঠনের ২৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২৭-২৮ জনকে আসামি করে এ মামলা দায়ের করা হয়েছে।এদিকে মামালার প্রথম আসামি টিয়াখালী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সালাম ফকিরকে রাতে গ্রেফতার করেছে পুলিশ। তাকে আজ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
কলাপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দীন মিলন জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা জনসাধারণের জান-মালের যাতে ক্ষতি সাধন করতে না পারে সে জন্য পুলিশ তৎপর রয়েছে। ইতোমধ্যে মামলার ১নং আসামি টিয়াখালী ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক সালাম ফকিরকে গ্রেফতার করা হয়েছে। এজাহারভুক্ত অন্যান্য আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি সাংবাদিকদের জানান।
বিডি প্রতিদিন/এ মজুমদার