পাবনার আতাইকুলা থানার লক্ষ্মীপুর এলাকায় হাবিবুল্লা (৩৫) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়। হাবিবুল্লা ওই এলাকার কোবাদ হোসেনের ছেলে। পাবনা র্যাব-১২, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, হাবিবুল্লার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার লক্ষ্মীপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, হাবিবুল্লার বিরুদ্ধে একটি অস্ত্র মামলা রুজু করা হয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর