কুষ্টিয়ায় পুলিশি অভিযানে বিভিন্ন মামলার ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে পুলিশের কন্টোলরুম থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) এসএম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন মামলার জেলার ১৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ