ঝিনাইদহে বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত অভিযান চালায় পুলিশ। এসময় নাশকতার অভিযোগে ৫৩ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ছয়টি ককটেল উদ্ধার করা হয়। জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের আটক করা হয়।
এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। এসময় নাশকতার পরিকল্পনা করার সময় সদর থেকে ৬টি ককটেলসহ ২৫ জন, কালীগঞ্জ থেকে ৩ জন, শৈলকুপা থেকে ৫ জন, হরিণাকুণ্ডু থেকে ১২ জন, কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ৮ জনকে আটক করা হয়।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/ওয়াসিফ