মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় গাছ থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলার সোনারং ইউনিয়নের পুরাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
টংগিবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান পুরাপাড়া গ্রামে একটি গাছের সঙ্গে পরিহত চাদর দিয়ে গলায় ফাঁস দেওয়া এবং পায়জামা দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় ওই তরুণীর লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
বিডি প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি ২০১৮/এনায়েত করিম