খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে নোয়াখালী হাতিয়ায় উপজেলার সোনাদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার দুপরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়া হয়েছে।
হাতিয়া উপজেলা আওয়ামীলীগ ও সোনাদিয়া ইউনিয়ন চেয়ারম্যন নুরুল ইসলাম (মালেশিয়া) জানান, খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে শুক্রবার দুপুরে ইউনিয়নের রবিউলের দোকানে বসে চা খাওয়া অবস্থায় স্থানীয় যোবায়ের ডাকাত, রহিম ও হাসানের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী মোটরসাইকেল নিয়ে এসে আওয়ামীলীগ নেতা হাবিবুর হেমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে হাতিয়া থেকে ঢাকা নেওয়া হয়েছে।
আহত হাবিবুর রহমান ঐ ইউনিয়ন চেয়ারম্যনের নুরুল ইসলাম (মালেশিয়া) ভাই। হাতিয়া থানার ওসি কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি, মামলা করলে ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল