বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে দিনাজপুরে বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিল বের করতে চাইলে পুলিশের বাধায় তা পণ্ড হয়। কাল শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পরে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে বিএনপি মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ। এসময় বিএনপির আহবায়ক কমিটি’র সদস্য মঞ্জুর মুর্শেদ সুমনসহ তিনজনকে আটক করে পুলিশ।
অপরদিকে বিরল উপজেলায় বিএনপির মিছিলের প্রস্তুতিকালে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ ৭ জনকে আটক করেছে পুলিশ।
কোতয়ালী থানার ওসি রেদোয়ানুর রহিম জানান, জুমার নামাজের পর জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য মঞ্জুর মুর্শেদ সুমন, শ্রমিক দল নেতা মিজানুর রহমান মিজান ও ছাত্রদল নেতা সাঈদকে আটক করা হয়েছে।
এছাড়াও বৃহস্পতিবার গভীর রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দিনাজপুর জেলায় বিএনপি’র দুই নেতাকর্মীসহ আরো ২৭ জনকে আটক করেছে পুলিশ।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল