খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ভাঙ্গা উপজেলা বিএনপি।
কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিমের নেতৃত্বে শুক্রবার দুপুরে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপির অফিসে গিয়ে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত এক সভার আয়োজন করা হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্সী হাবিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ন সম্পাদক ফজলে সোবাহান শামীম, পৌর সিনিয়র যুগ্ন সম্পাদক তরিকুল ইসলাম আরিফ মুন্সী, যুগ্ন সম্পাদক সিকদার নুরুজ্জামান বিল্লাল, যুগ্ন সম্পাদক কে এম আলমগীর হোসেন, পৌর যুগ্ন সম্পাদক কামরুল হাসান, সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, শ্রম বিষয়ক সম্পাদক মিরন ব্যাপারী, রামিম মুন্সী।
বিডি-প্রতিদিন/০৯ ফেব্রুয়ারি, ২০১৮/মাহবুব