টাঙ্গাইলের গোপালপুরে একটি নামাজঘর ভাঙচুরের ঘটনায় পিতাপুত্রকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার সকালে মির্জাপুর ইউনিয়নের বড়শিলা গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন বড়শিলা গ্রামের মৃত আলাউদ্দিন তালুকদারের ছেলে আব্দুল কাদের তালুকদার (৬০) ও তার পুত্র সাইফুল ইসলাম তালুকদার রুবেল (৩৫)।
জানা যায়, বড়শিলা উচ্চ বিদ্যালয় সংলগ্ন রাস্তার পাশে ২০০৪ সালে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য একটি নামাজঘর নির্মাণ করা হয়। ওই জমি আব্দুল কাদের তালুকদার বিদ্যালয়ের নামে দানপত্র দলিল করে দেন। পরবর্তীতে ঐ জমি নিয়েই বিরোধের সৃষ্টি হয়। শুক্রবার সকালে কাদের তার ছেলেকে নিয়ে নামাজ ঘরটি ভেঙ্গে ফেলে। এ ঘটনা বিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ তাদের দু’জনকে আটক করে গোপালপুর থানায় নিয়ে আসে।
এ ঘটনায় ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
বিডি প্রতিদিন/৯ ফেব্রুয়ারি ২০১৮/হিমেল