আগামী ২৯ মার্চ ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে এখন সাজ সাজ রব চলছে নির্বাচন সংশ্লিষ্ট ইউনিয়নগুলোতে। এবারের এ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ ও বিএনপিতে বিদ্রোহী প্রার্থীদের ছড়াছড়ি রয়েছে। একাধিক ইউনিয়নে আওয়ামী লীগে রয়েছে শক্ত বিদ্রোহী প্রার্থী। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা তাদের সিদ্ধান্তে অনড় থাকলেও পিছু হটতে শুরু করেছে বিএনপির প্রার্থীরা। এরই অংশ হিসেবে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন কৈজুরী ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা তাঁতী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মুহা. মামুন অর রশিদ মামুন। বুধবার দুপুরে বিএনপি প্রার্থী নাজিমউদ্দিন আহমেদ লেলিনের সমর্থনে অনুষ্ঠিত এক উঠান বৈঠকে মামুন তার প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
এ সময় মামুন বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই আমি চেয়ারম্যান পদে নির্বাচন করার লক্ষ্যে কাজ করেছি। নির্বাচনে আমি কৈজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন চেয়েছিলাম। কিন্তু আমাকে মনোনয়ন দেয়া হয়নি, ফলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। কিন্তু আমার প্রিয় সংগঠন বিএনপির সিদ্ধান্তের বাইরে না গিয়ে কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট চৌধুরী কামাল ইবনে ইউসুফের অনুরোধে আমি আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিলাম। এখন থেকে বিএনপির প্রার্থী নাজিমউদ্দিন আহমেদ লেলিনের পক্ষে সবাই একযোগে কাজ করে যাবো।
সাংবাদিকদের কাছে মামুন বলেন, এবারের নির্বাচনে আমি বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে রয়েছি। আগামীতে বিএনপি আমাকে মনোনয়ন দেবে এটাই প্রত্যাশা করি।
ফরিদপুরের ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৮ জন, সাধারণ সদস্য পদে ৩৩৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১৬ জন মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র বাছাইকালে শুধুমাত্র সাধারণ সদস্য ৪ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে দুইজনের মনোনয়ন বাতিল হয়।
বিডি-প্রতিদিন/০৭ মার্চ, ২০১৮/মাহবুব