ফরিদপুর শহরের দক্ষিণ চরকমলাপুর এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ লিয়াকত সিকদার (৩০) কে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার সকাল ৮টায় তার নিজ বাড়িতে মাদক উদ্ধারে অভিযান চালাতে গিয়ে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ১০ টি বিদেশি বিয়ার উদ্ধার করা হয়।
আটককৃত লিয়াকত সিকদার দক্ষিণ চরকমলাপুর জোড়া ব্রীজ সংলগ্ন ইসমাইল সিকদারের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রাকিবুজ্জামান বলেন, বুধবার সকালে মাদক ইন্সপেক্টর বেলায়েত হোসেনের নেতৃত্বে মাদক উদ্ধারে অভিযান পরিচালনা করতে গিয়ে আটককৃত লিয়াকত সিকদারের কাছ থেকে ইউএস’র তৈরি একটি ৯এ মএম পিস্তল ও বিদেশি বিয়ার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ফরিদপুর কোতয়ালী থানায় অস্ত্র ও মাদক আইনে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন