ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলায় পুকুরে ডুবে মুন্নি আক্তার (১৩) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের সাধুবান্দা পুকুরে এ ঘটনা ঘটে। নিহত মুন্নি দুওসুও ইউনিয়নের গুচ্ছগ্রামের আব্দুল মাজেদের মেয়ে ও দুওসুও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মুন্নিসহ আরও কয়েকজন গুচ্ছগ্রাম সংলগ্ন সাধুবান্দা পুকুরে সকালে মাছ ধরতে গেলে মুন্নি পুকুরের পাড় থেকে পানিতে পড়ে ডুবে যায়। পুকুরে মাছ মারার গ্যাস ট্যাবলেট দেওয়ার কারণে মাছ মরে ভেসে উঠে। সেগুলো তুলতে গিয়ে মুন্নি পুকুরে পড়ে যায়। গ্যাস ট্যাবলেট পুকুরে দেওয়ার কারণে মুন্নিকে উদ্ধারের জন্য কেউ পুকুরে নামেনি। পরে দুওসুও ইউনিয়নে চেয়ারম্যান সালাম বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দেয়।
ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আ. মান্নান জানান, আমরা মেয়েটিকে উদ্ধার করার পরে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার