বঙ্গবন্ধুর ৭ই মার্চ ভাষণকে জাতিসংঘের ইউনেস্কো বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলীল হিসেবে স্বীকৃতি দেয়ার পর সারা দেশের মতো প্রথমবারের মতো নাটোরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। আজ এ উপলক্ষে নাটোর জেলা আওয়ামী লীগ অফিসে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তর্বক অর্পণ করা হয়। পরে এক মিনিট নিরবতা পালন করে বঙ্গবন্ধুসহ দেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামানা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
পরে আওয়ামী লীগ অীফস থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহর প্রদক্ষিণ শেষে শহরের পুরাতন বাসষ্ট্যন্ড এলাকায় গিযে এক পথ সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নাটোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সহ-সভাপতি ও নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, যুগ্ম সম্পাদক ও নাটোর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান মো. শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্তৃজা আলী বাবলু, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক চিত্তরঞ্জন সাহা, অর্থ সম্পাদক মীর হাবিবুর রহমান জাহান, জেলা মহিলা লীগের সভানেত্রী রত্না আহমেদ, সাধারণ সম্পাদক বেউটি আহমেদ, যুগ্ম সম্পাদক শামিম আরা শিল্পী, জেলা যুবলীগের ভারাপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বিপ্লব এবং জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম মাসুম।
বিডি প্রতিদিন/এ মজুমদার