বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি। আজ শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালি শেষে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম চৌধুরী সেলিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
শহর আওয়ামী লীগ সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল মমিন বিএসসি, একেএম সামছুদ্দিন জেহান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান নাছের, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ইমন ভট্র, একরামুল হক বিপ্লব, জেলা ছাত্র লীগ সভাপতি আসাদুজ্জামান আরমান।
এরআগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জেলা কেন্দ্রী শহীদ মিনার ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অস্থায়ীভাবে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। এছাড়া জেলা আওয়ামী লীগ কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানসমূহে সাজসজ্জা, বঙ্গবন্ধুর ভাষণ প্রচার, আলোকচিত্র প্রদর্শন করা হয়।
বর্ণাঢ্য র্যালি ও সমাবেশে জেলা শহরের বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মী অংশগ্রহণ করে।
প্রসঙ্গত, ২০১৭ সালের ৩১ অক্টোবর ‘ইন্টারন্যাশনাল মেমোরি অব দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’ এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অন্তর্ভুক্ত করে ইউনেস্কো।
বিডি প্রতিদিন/এ মজুমদার