বরিশালে কির্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পেয়েছে ফায়ার সার্ভিস। তবে কেউ নিখোঁজ রয়েছে কিনা সে ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য জানাতে পারেনি তারা।
আজ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের কির্তনখোলা নদীর চরমোনাই পয়েন্টে একটি ট্রলারের ধাক্কায় আরেকটি ট্রলার ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারটিতে ২০-২৫ জন চরমোনাই মাহফিল গামী মুসল্লি যাত্রী ছিলেন।
পুলিশ জানায়,যাত্রীরা সবাই চরমোনাই মাহফিলে আগত মুসল্লি। তারা নদীর পশ্চিম প্রান্ত থেকে পূর্বপ্রান্তে যাচ্ছিল। যাত্রীরা সাতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে এরমধ্যে কেউ নিখোঁজ হয়েছে কিনা সেব্যাপারে সুনির্দিষ্ট কোন তথ্য জানাতে পারেনি পুলিশ এবং ফায়ার সার্ভিস। সন্ধ্যা ৬টার দিকে ডুবে যাওয়া ট্রলারটি সনাক্ত করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেটি উদ্ধারের চেষ্টা চলছিল।
বিডি প্রতিদিন/এ মজুমদার