মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে টেকনাফ সীমান্ত দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। কোন ভাবে থামছে না রোহিঙ্গাদের অনুপ্রবেশ। আজ ভোরে ও সকালে সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ ও বিভিন্ন পয়েন্ট দিয়ে ৮৯ পরিবারে ৩৩৩ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু বাংলাদেশে ঢুকেছে।
এছাড়া গতকালও শাহপরীর দ্বীপের ঘোলাচর পয়েন্ট দিয়ে ৩৪ পরিবারের ৯৫ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু অনুপ্রবেশ করেছে।
টেকনাফের সাবরাং হারিয়াখালী ত্রাণকেন্দ্রে দায়িত্বরত জেলা প্রশাসকের প্রতিনিধি ও টেকনাফ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন জানান, আজ বুধবার সকাল হতে সন্ধ্যা ৫টা পর্যন্ত নতুন করে এসেছে ৮৯টি পরিবারের ৩৩৩ জন রোহিঙ্গা। এই রোহিঙ্গাদের প্রথমে সেনাবাহিনীর হারিয়াখালী ত্রাণ কেন্দ্রে নেওয়া হয়। এরপর মানবিক সহায়তা ও প্রতিটি পরিবারকে চাল, ডাল, সুজি, চিনি, তেল, লবণের একটি করে বস্তা দিয়ে গাড়ি যোগে টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পাঠানো হয়েছে। গত কয়েক দিন রোহিঙ্গা অনুপ্রবেশ আসা কমে গেলেও হঠাৎ আবার বেড়ে যায়।
বিডি প্রতিদিন/এ মজুমদার