যথাযোগ্য মর্যাদায় দিনাজপুরে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। দিনটি উপলক্ষে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ হতে বর্ণ্যঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। আজ জেলা প্রশাসনের আয়োজনে র্যালির পর জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। একই স্থানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
র্যালি ও আলোচনায় অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মীর খায়রুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আজিজুল ইমাম চৌধুরী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড আব্দুল লতিফ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাওলা বক্স, কোতয়ালী আওয়ামী লীগের সভাপতি মোঃ ইমদাদ সরকার. সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, শহর আওয়ামী লীগের সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, জেলা যুবলীগের সভাপতি এ্যাড. দেলায়ার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হাসমিন লুনা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সুলতানা বুলবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু ইবনে রজব, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর ইসলাম রাহুলসহ স্কুল, কলেজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/এ মজুমদার