গাজীপুরের কাপাসিয়ায় বিদ্যালয়ে যাওয়ার পথে দশম শ্রেণির এক ছাত্রীর ওপর মোটর সাইকেল তুলে দিয়েছে বখাটেরা। এতে ওই ছাত্রীর এক পা ভেঙে গেছে। গুরুতর আহত অবস্থায় ওই ছাত্রীকে জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়েছে। আজ গাজীপুরের কাপাসিয়া উপজেলার সিংহশ্রী ইউনিয়নের নামিলা এলাকায় ঘটনাটি ঘটে। ওই ছাত্রীর নাম ফাতেমা আক্তার রিমা (১৪)। সে নামিলা বড়বাড়ী এলাকার আবদুর রশিদের মেয়ে। রিমা কপালেশ্বর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
বখাটেরা হল, ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে বিজয় (১৮) ও পাশের বড়হর গ্রামের আলম মিয়ার ছেলে আমির হামজা (১৮)। ঘটনার পর গ্রামবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠায় মোটর সাইকেল ফেলে বখাটেরা পালিয়ে যায়।
আবদুর রশিদ বেপারি জানান, আজ সকাল সোয়া ১০টার দিকে তাঁর মেয়ে পায়ে হেঁটে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে বিজয় ও আমীর হামজা মোটর সাইকেলে তাঁর মেয়ের পিছু নেয়। উত্যক্ততার একপর্যায়ে পেছন থেকে রিমির ওপর মোটর সাইকেল তুলে দেয় বখাটেরা। রিমির চিৎকারে গ্রামবাসী ছুটে গিয়ে ঘটনা জেনে বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে মোটর সাইকেল ফেলে বখাটে দুজন পালিয়ে যায়।
গ্রামবাসী জানায়, ওই ছাত্রীকে উদ্ধার করে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জানান, ছাত্রীটির বাঁ পায়ের হাঁটুর নিচ থেকে ভেঙে গেছে। দুপুরে তাকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) ভর্তি করা হয়।
কাপাসিয়া থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, ‘ঘটনা জেনেছি। তবে আজ সন্ধ্যা পর্যন্ত ওই ঘটনায় থানায় কেউ অভিযোগ দেননি। অভিযোগ দেওয়ার পর মামলা নেওয়া হবে।’
কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাকসুদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমিসহ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থল গিয়েছি। বখাটেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ চলছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার