যশোরের বেনাপোল সীমান্ত থেকে হুন্ডির ৩০ লাখ ৪৭ হাজার টাকাসহ মোস্তাক আলী (৪০) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার রাত ৮ টায় বেনাপোল সীমান্তের সাদিপুর গ্রামের বিপরীতে ভারতীয় ইছামতি নদীর পাড় থেকে ৪৯ ব্যাটালিয়নের বিজিবি সদস্যরা তাকে আটক করেন। মোস্তাক বেনাপোল পৌরসভার সাদিপুর গ্রামের তোরাব আলীর ছেলে।
এর চার মাস আগে একই সীমান্ত থেকে মোস্তাককে ৬৫ লাখ টাকাসহ আটক করেছিল বিজিবি।
বিজিবি জানায়, গোপন খবরে বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৩০ লাখ ৪৭ হাজার বাংলাদেশি টাকা জব্দ করা হয়।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন