নোয়াখালীর কোম্পানীগঞ্জে পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আনোয়ার কর্তৃক এক গৃহবধূকে জোরপূর্বক ঘর থেকে উঠিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। উপজেলার চরকাঁকড়া ইউপির ৮নং ওয়ার্ডে পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের বাড়ির ছাদে এ ঘটনা ঘটে।
ধর্ষণের চেষ্টার শিকার ভুক্তভোগীর শাশুড়ি জানান, পেশকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি স্থানীয় পেশকার বাড়ির মৃত আমিনুল হকের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৫) এবং আবুল কালাম ওরফে কালু সওদাগরের ছেলে দেলোয়ার হোসেন এই ঘটনা ঘটিয়েছে।
দুই সন্তানের মা ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টাকালে তার শাশুড়ি টের পেয়ে বাধা দিতে গেলে তাকে বেধড়ক মারধর করে রক্তাক্ত করে আনোয়ার ও দেলোয়ার।
ভুক্তভোগী অসহায় পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি আনোয়ার হোসেন এর আগেও এই গৃহবধূকে আরও দুইবার ধর্ষণের চেষ্টা করে।
এব্যাপারে ধর্ষণের চেষ্টার শিকার গৃহবধূর শাশুড়ি মনোয়ারা বেগম স্থানীয় ইউপি চেয়ারম্যান হাজী সফি উল্যাহ ও ইউপি সদস্য আবুল কাসেমকে অভিযোগ করেন। ভুক্তভোগীরা আনোয়ার ও তার সহযোগীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান।
স্কুল চলাকালীন সরেজমিন ঘটনাস্থলে গেলে ওই দপ্তরিকে তার কর্মস্থলে পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের শিক্ষক সূত্রে জানা যায়, দপ্তরি আনোয়ার স্কুলেও তার দায়িত্ব ঠিকমত পালন করে না। শিক্ষকদের সাথেও অসৈজন্যমূলক ব্যবহার করে।
এব্যাপারে উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের মৌখিকভাবে অভিযোগ করে কোন সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আনোয়ার হোসেনের মুঠোফোনের নাম্বারে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বিডি প্রতিদিন/এ মজুমদার