নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে উপজেলার মল্লিকের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম আলী সরদার জানান, যাত্রীবাহী একটি বাস দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছে। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হয়।
ওসি কাইয়ুম আলী আরও জানান, আহতদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ