ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মিয়াপাড়া থেকে ১০ বছরের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম নিরব খন্দকার। বুধবার রাতে মরদেহ উদ্ধার করা হয়।
এ ব্যাপারে কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, সপ্তাহ খানেক আগে শিশু নিরব নিখোঁজ হয়। পরে অনেক খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে। নিখোঁজ হওয়ার ঘটনায় গত ৪ মার্চ শিশু নিরবের খালা তাসলিমা বেগম থানায় একটি জিডি করেন।
রাতে এলাকায় গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসী থানায় খবর দিলে গোয়ালচামট মিয়াপাড়া সড়কের মোড়ে একটি বাঁশ ঝাড়ের ভেতর থেকে নিরবের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।
নিরব ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের আসাদ খন্দকারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঋণের টাকা-পয়সা নিয়ে সমস্যার কারণে মাস খানেক আগে আসাদ ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকায় এক আত্মীয়র বাসায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ