কক্সবাজারের পেকুয়ায় বুধবার রাতে হারুন অর রশিদ নামে এক শ্রমিক নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। পেকুয়া বাজারের ফাঁসিয়াখালী ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আহতের ভাই বাদশা বলেন, নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশে রওয়ানা হয়ে ফাঁসিয়াখালী ব্রিজ এলাকায় পৌঁছালে হারুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনজুর কাদের মজুমদার বলেন, হামলাকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে।
হারুন পেকুয়া সদর ইউনিয়নের গোয়াখালী এলাকার মো. শফির ছেলে ও বরইতলি মগনামা অটোরিকশা সিএনজি ও টেম্পো শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ