বরিশাল নগরের বান্দরোড এলাকায় বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে কারখানার এক কর্মচারী জানান, কারখানার মধ্যে ৮ থেকে ১০ জন শ্রমিক ছিল। এদের মধ্যে কয়েকজন ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় কারখানার আগুন লাগলে তাৎক্ষণিক আগুন নেভানোর চেষ্টা করে শ্রমিকরা। কারখানাটি টিনশেড হওয়ায় আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পরলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।
এ দিকে এ ব্যাপারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বরিশাল সদর স্টেশন অফিসার মো. আলাউদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। কারখানায় জুতা তৈরির মালামাল থাকায় আগুন মুহুর্তের মধ্যে টিনশেড ঘরটিতে ছড়িয়ে পরে।
ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সময় সাপেক্ষে নিরুপন করা হবে বলেও জানান স্টেশন অফিসার আলাউদ্দিন।
বিডি প্রতিদিন/৮ মার্চ, ২০১৮/ওয়াসিফ