গাজীপুরের বাঘের বাজার এলাকায় মোশারফ কম্পোজিট কারখানার তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
ফায়ার সাভির্সের উপ সহকারী পরিচালক মো: আক্তারুজ্জামান জানান, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে কারখানার একটি একতলা ভবনে একটি তুলার বেইল্ডে আগুন লাগে। মুহুর্তে আগুন গোডাউনের সর্বত্র ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টংগী, জয়দেবপুর, শ্রীপুর ও ভালুকা ফায়ার স্টেশন থেকে ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে কাজ করছে।
অগ্নিকাণ্ডের ফলে গোডাউনের ভিতরে কয়েক শত তুলার বেল্ট, মেশিনারিজসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
বিডিপ্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৮/ ই জাহান