সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একটি মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসার ট্রলির সংঘর্ষে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার দিবাগত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের বারিকের মোড় এলাকার দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হন এএসআই গোপাল চন্দ্র বৈদ্য ও তার সঙ্গী কনস্টেবল দেবাশীষ।
কলারোয়া থানার এসআই সোলাইমান আক্কাস জানান, মোটরসাইকেল যোগে সোনাবাড়ীয়া এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে যাওয়ার সময় পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা হেডলাইটবিহীন একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয়ে গুরুতর আহত হন। সাথে সাথে তাদেরকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত ডাক্তার উভয়কে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসাপতালে নেওয়ার পরামর্শ দিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাদেরকে সেখানে প্রেরণ করা হয়েছে। অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ নিজে তাদের সাথে থেকে আহত দুই পুলিশ সদস্যের চিকিৎসার বিষয়টি তদারক করছেন বলে তিনি জানান।
কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. শফিকুল ইসলাম জানান, প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। পরে থানা পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে।
বিডি-প্রতিদিন/০৮ মার্চ, ২০১৮/মাহবুব