আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নেত্রকোনায় জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০টায় শহীদ মিনার চত্বর থেকে বিভিন্ন নারী সংগঠনের অংশগ্রহণে পৌর শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের ছোট বাজার, বড় বাজার সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়।
এ সময় র্যালিতে নেতৃত্বদেন জেলা প্রশাসক ড. মুশফিকুর রহমান, স্বাবলম্বীর বেগম রোকেয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌসী বেগম, মহলিা পরিষদের তাহেজা বেগম, নারী প্রগতির আলী অমজাদ, ব্র্যাকের প্রবাল সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তুহিন অক্তার প্রমুখ।
পরে শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এর আগে নারী শিক্ষার্থীরা আত্মরক্ষার কৌশল প্রদর্শন করে। শহীদ মিরার প্রাঙ্গনে সরকারী বেসরকারী বিভিন্ন সংগঠনের মোট ১৬ টি স্টলের অংশগ্রহনে নারী মেলা অনুষ্ঠিত হয়। পরে মহিলা পরিষদ জেলা শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বিডিপ্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৮/ ই জাহান