ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের আয়োজনে এ দিবসটি পালিত হয়। “সময় এখন নারীর: উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্মজীবন ধারা” এ স্লোগানে সামনে রেখে আরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও, ফুড সিকিউরিটি গভর্নেন্স প্রকল্পের উদ্যোগে সকাল ১১টায় সদর উপজেলার দেবীপুর ফেডারেশন চত্বর থেকে একটি র্যালি বের হয়।
র্যালিটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়ক ঘুরে সেখানে এক আলোচনা সভায় যোগ দেয়। সভায় কৃষক ফোরামের সভাপতি সহিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দেবীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন,আরডিআরডিআরএস বাংলাদেশ ঠাকুরগাঁও এর কর্মসূচি ব্যবস্থাপক (মাঠ সমন্বয়) এবং ফুড সিকিউরিটি গভর্নেন্স প্রকল্প ব্যবস্থাপক জিয়াউল ইসলাম, কৃষি কর্মকর্তা রবিঊল আলম, দেবীপুর ফেডারেশন চেয়ারম্যান প্রশন্ন কুমার প্রমুখ। দিবসটির গুরুত্ব ও এর তাৎপর্য নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, শিক্ষার্থীসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/ ০৮ মার্চ, ২০১৮/ ই জাহান