আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জুবাইদা খানমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঞ্জুর ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকবাল হোসেন, জাতীয় মহিলা সংস্থার জেলা শাখার সভাপতি ফরিদা ইয়াছমিন লিকা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা নারীর ক্ষমতায়ণের ওপর গুরুত্বারোপ করেন।
বিডি প্রতিদিন/০৮ মার্চ ২০১৮/এনায়েত করিম