বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লক্ষ্মীপুরে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
জেলা বিএনপি আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু, সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান চুট্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ব্যাপারী, জেলা যুবদল সভাপতি রেজাউল করিম লিটনসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/০৮ মার্চ ২০১৮/এনায়েত করিম